top of page

 

তিন ভাই তিন বোনের পরিবারে আমি পঞ্চম আমার ছোট এক বোন । পরিবারে সবাই বিবাহিত একমাত্র আমার নামের পাশের এই তকমা লাগে নাই । 

১। বড় ভাই আমিনুল ইসলাম খোকন। বিয়ে করেছেন গ্রামেই কাজিটোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোঃ গোলাম মোস্তফা স্যার এর মেজো মেয়ে মহাব্বাতুন নেছা বেলি কে। ভাই কর্ম জীবনে ডেকো গ্ৰুপে কর্মরত আছেন। সে বর্তমানে সাভারের হেমায়েতপুর এক সন্তান সহ পরিবার নিয়ে বাস করেন। 

 

বড় ভাই এর এক ছেলে রাইম । 

২। বড় বোন আমিনা খাতুন খুশি। বিয়ে হয়েছেন পাশের গ্রাম বংকিরাটের আবু তালেব মিল্টন এর সাথে। থাকেন ভাঙ্গুড়াতে দুলাভাই এর ভেটেনারি ডিসপেনসারি আছে। এক ছেলে এক মেয়ে। বড় মেয়ে মিথি ছেলে আদিব। 

৩। মেজো ভাই আমিনুর রহমান রেজওয়ান। বিয়ে করেছেন পাশের গ্রাম সুজার ইসমাইল হোসেন এর ছোট মেয়ে স্বপ্না খাতুন কে। কর্মজীবনে সে বায়িং হাউজের সাথে জড়িত আছেন। তার এক মেয়ে এক ছেলে। মেয়ে নোশিন বিনতে রেজওয়ান ও ছেলে নাভীদ ইবনে রেজওয়ান। বর্তমানে সাভারের হেমায়েতপুরে পরিবার নিয়ে বসবাস করছেন। 

৪। মেজো বোন উম্মে কুলসুম জলি। বিয়ে হয়েছেন পাশের গ্রাম কালিয়াকৈর এর শহিদুল ইসলামের সাথে। দুলাভাই কৃষি কাজ করেন। তার এক মেয়ে সুহা। 

৫। ছোট বোন হোসনে আরা। বিয়ে হয়েছে পাশের থানা চাটমোহরের পবাখালি গ্রামের জাকারিয়া হোসেন এর সাথে। জাকারিয়া পেশায় সরকারি প্রাইমারি স্কুল শিক্ষক। তার এক ছেলে হুসাম জাওয়াদ।

Created by Bulbul

  • White Facebook Icon
  • White Instagram Icon
bottom of page