top of page

 

সেই সব মানুষকে দেখলে ঘৃণা হয় যারা অর্থ ও জ্ঞানের বড়াই করে । সব সময় তাদের থেকে দূরে থাকার চেষ্টা করি । ক্লাসের ফাস্টবয় দের সাথে কম মেশা হত কারন আমি ছিলাম সব সময় লাস্ট ব্রেঞ্চের ছাত্র ।  

 

 

ভালো লাগেঃ  টি-শার্ট জিন্স জুতা পরতে ভালো লাগে, ভ্রমণ করতে ভালো লাগে, কারো উপকার করতে পারলে ভালো লাগে । 

মায়া লাগেঃ বয়সের ভারে নুয়ে পরেছে তারপর ও কারো কাছে হাত না পেতে কাজ করে এমনে মানুষ কে দেখলে, এদের কে খুব সাহায্য করতে মনে চায়।

খারাপ লাগেঃ খাই খাই করা মানুষ দেখলে । অতিরিক্ত ঘুমানো। নাই নাই শুনলে । অত্যাচার করা দেখলে খারাপ লাগে। মনে হয় অত্যাচারী বেক্তি কে সেখানেই মাটিতে পুতে ফেলি।

বিরক্ত লাগেঃ নিজের উপর ই মাঝে মাঝে বিরক্ত লাগে যখন নিজের কাছে টাকা নাই কিন্তু কেউ চাইলে তা কে না করতে না পেরে অন্য যায়গা থেকে টাকা এনে দেয় তারপর।

ইচ্ছে ছিল: বড় হয়ে এমন কিছু হবো যেন সকলের ভালোবাসা পাই। সেটা করতে পারি নাই এখনো তাই কারো ভালোবাসা পাওয়া হয় নাই। 

 

 

 

 

 

 

পছন্দেরে বিষয় সমূহঃ 

প্রিয় খাবারঃ  সাদা ভাত ছোট মাছ ।

প্রিয় ফলঃ আতা ফল

প্রিয় ফুলঃ পদ্ম

প্রিয় পাখিঃ  টিয়া

Created by Bulbul

  • White Facebook Icon
  • White Instagram Icon
bottom of page