top of page
Short History

Welcome To My Website

Album No.1

My Photo

Album No.2

অফিসের ভিতর

Album No.3

Nephew & Niece
সরিষা ফুলের সাথে 

কাশফুলের রাজ্যে

পদ্ম  ফুল

সবুজ রঙ আমার খুব প্রিয় তাই গাছ লাগাতে আমি খুব পছন্দ করি। শান্ত স্নিগ্দ্ধ সবুজ একটা পৃথিবী আমার স্বপ্ন। আমি ফুল ভালোবাসি তবে বাড়িতে ফুল দানিতে ফুল সাজিয়ে রাখার শখ আমার নেই।  আমি পাখি ভালোবাসি তবে বাড়িতে খাঁচায় পাখিকে বন্দি করে রাখার ইচ্ছে আমার কখনো হয় না।  এক সময় পার্থিব বস্তুর মধ্যে  আনন্দ খোঁজার আমি চেষ্টা করেছি ভুল করেছি ব্যার্থ হয়েছি। অসহায় কে সহায়তা করার মধ্যে যে প্রকৃত আনন্দ রয়েছে তা আমি বুঝতে পেরেছি। অসহায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি যদি ও তা খুবই সামান্য। 

আমি হয়তো দেখতে সুন্দর নই, কিন্তু সৌন্দর্য কিসে থাকে তুমি জানো? সৌন্দর্য হচ্ছে ব্যক্তিত্বে, বিদ্যায়, বুদ্ধিতে, জ্ঞানে, কৌতুকে, যুক্তিতে সবার গ্রহণ যোগ্য হয়ে উঠা।

কৈশোরে ভেবেছি পূর্ণবয়স্ক মানুষ, রুপ কথার দুরন্ত নায়ক ।

আজ দেখি যৌবনের নষ্ট সম্ভাবনা, জীবন মুন্ডুহীন পাথরের প্রতিমূর্তি বিশাল করুণ ।

আমার গতরে ঘামের গন্ধ, চরণে ধুলার দাগ, আমার ও আছে প্রেম ভরা বুক মন ভরা অনুরাগ !!

আমাকে যে আমার মত করে ধরে রাখতে চায় নি, তাকে আমি তার মত করে মুক্ত করে দিয়েছি।

 

পদ্ম ফুল আমাকে যত টা বিমোহিত করে পৃথীবির আর কিছুই আমাকে এত টা বিমোহিত করতে পারে না । 

খুব ইচ্ছে করে পদ্ম ফোটা বিলে নৌকায় ঘুরতে । এই পরিবেশ থেকে  কখনো ফিরে আসতে মনে চাইবে না এমন মনে হয় । এই স্বপ্ন টা আমার পূরণ হয়েছে ০৬/০৫/২০২২ তারিখে সকালে নানীর বাড়ি থেকে মামাতো ভাই সুমনের বাইকে উঠে চলে গেলাম পদ্ম বিল দেখতে। মিনিট ১০ বাইক চালিয়ে পৌঁছে গেলাম বিলে। বিলের ভিতর দিয়ে ১০ মিনিটের মত যাওয়ার পর ফুলের দেখা পেলাম সেটা যে আমার কাছে কত আনন্দের ছিল বলে বোঝাতে পারবো না।  যদি পুনরায় দুনিয়ায় আসার সুযোগ হয় তাইলে পদ্ম ফুল হয়ে আসতে চাইবো । আবার ০৫/০৮/২০২২ তারিখে জাকারিয়া দের বাড়ি যাই খালা কে দেখতে হাত ভেঙে গেছে। রাশিদা খালাদের বাড়ি গিয়ে ওই খান থেকে আবার গেলাম পদ্ম বিল দেখতে তখন নৌকায় ঘুরলাম সাথে ছিল জাকারিয়া ওর এক ভাতিজা আর নৌকার মাঝি ২ জন। 

 

আল্লাহর কাছে সব সময় চাই আল্লাহ আমাকে নেক হায়াত দান করুন আর আমার মরন টা যেন ঈমান ও আমলের সাথে হয় আর পবিত্র কাবা ঘর ও রাসুল (সাঃ) কে না দেখায়ে মরন দিও না ।  

আর যতদিন বেচে থাকি তার মাঝে একদিন যেন হাজার পদ্ম ফোটা কোন এক বিলে অনেকক্ষণ ঘুরতে পারি

আল্লাহ, যত দিন বেচে থাকা আমার জন্য কল্যাণ কর তত দিন যেন বেচে থাকি আর যখন মৃত্যু আমার জন্য মঙ্গল কর তখন যেন মৃত্যু বরণ করি

Contact
Marble Surface

CONTACT

Md. Amirul Momin
cell: 01677200846
email: abvbulbul@gmail..com
bhangura, pabna

Thanks for submitting!

Created by Bulbul

  • White Facebook Icon
  • White Instagram Icon
bottom of page